সন্তান হারা মা
তার চোখ দুটো ছলছল করছে আমার কথা শুনে।
সুশ্রী সুন্দরী, তার ওপর বয়সের সৌন্দর্য। এরকম একটা সুন্দরী মেয়ের চোখে অন্তর ভেদ করে বেরিয়ে আসা অশ্রু সহ্য করা কঠিন।
বললাম, কাঁদবেন না। এটাই চিকিৎসা। আর এটাই বাস্তবতা। তাছাড়া এখনো গর্ভে বাচ্চা আসেনি। আপনার স্বামীর কি অবস্থা তা এখনো অজানা।
বিটা ট্রেইট। সাধারণ ভাষায় যাকে থ্যালাসেমিয়া মাইনর বলা হয়। আগের একটা বাচ্চা আছে ৭ বছরের। আগের স্বামীর ঘরে।
জিজ্ঞেস করলাম, সংসার ভেঙেছে কি থ্যালাসেমিয়ার কারণে?
না। ভুল মানুষকে বিয়ে করেছিলাম।
দুঃখ করবেন না। আমার আগের স্ত্রীও একজন ভুল মানুষকে বিয়ে করেছিল। আপনার মতো আমিও সন্তানহারা।
আমার কথা শুনে স্বামী স্ত্রী দুজনেই আমার দিকে তাকিয়ে আছে। মনে হয় সগোত্রীয় একজনকে পেয়েছে।
স্বামীটিকে বললাম, যত দ্রুত সম্ভব একটা বাচ্চা নিন। তাহলে হয়তো আগের বাচ্চা নিয়ে হাহুতাশ কমে যাবে। তার আগে আপনার পরীক্ষাটি করে নিন। যদি আপনিও ট্রেইট হন, তাহলে বাচ্চা পেটে আসার ১০-১২ সপ্তাহের মধ্যে গর্ভস্থ ভ্রূণের পরীক্ষা করতে হবে। গর্ভস্থ ভ্রূণের যদি মেজর থ্যালাসেমিয়া না থাকে তাহলে কোন সমস্যা নাই। বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যা থাকে না। কিন্তু যদি থাকে, মানে গর্ভস্থ ভ্রূণের মেজর থ্যালাসেমিয়া পাওয়া গেলে ঐ বাচ্চা রাখা যাবে না, মানে গর্ভপাত করতে হবে।
এসব কঠিন কথা কোন নারী সহ্য করতে পারে না। খেয়াল করেছি, যতজনকে এরকম পরামর্শ দিয়েছি, প্রত্যেকেই কেঁদেছে।
ঘন্টা কয়েক পরে স্বামীটি তার হিমোগ্লোবিন ইলেক্ট্রফোরেসিস রিপোর্ট আনলো। স্বাভাবিক।
বললাম, এবার যতখুশি বাচ্চা নেন। নিশ্চিন্তে। নির্দ্বিধায়।
ধন্যবাদ দিয়ে চলে গেল। সাথে নিয়ে গেল চোখে মুখে অনিন্দ্য সুন্দর আনন্দ।
Comments
সন্তান হারা মা — No Comments
HTML tags allowed in your comment: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>