মাল্টিপল মায়ালোমা
মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার অন্যতম উপাদান এন্টিবডি। যে সব রক্তকণিকা এই এন্টিবডি তৈরি করে তার নাম প্লাজমা সেল। এই প্লাজমা সেল থেকেও ক্যান্সার হতে পারে। হ্যাঁ, সেই ক্যান্সারেরই নাম মাল্টিপল মায়লোমা। সাধারণত চল্লিশোর্ধ পুরুষ ও মহিলাদের হয়। এই রোগে আক্রান্ত ব্যক্তির হাড় থেকে ক্যালসিয়াম কমে হাড় নরম ও ভঙ্গুর হতে পারে। কিডনি খারাপ হতে পারে। রক্ত শূন্যতা দেখা দিতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। বিশেষ করে ফুসফুস ও কিডনির ইনফেকশন বেশী হয়। এই রোগের রোগী সাধারণত ইনফেকশন ও কিডনি ফেইল্যুরে মারা যায়। প্রধানত কেমোথেরাপি এবং কোন কোন ক্ষেত্রে বিএমটি এর চিকিৎসা। সাধারণত পুরোপুরি নিরাময়যোগ্য নয়, তবে অনেক ক্ষেত্রেই নিয়ন্ত্রণে রাখা যায় বহুদিন। উপরের ছবিটি একজন মায়ালোমা রোগীর বোনম্যারোর মাইক্রোস্কোপিক ছবি।
Comments
মাল্টিপল মায়ালোমা — No Comments
HTML tags allowed in your comment: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>